
আইটেম গানে নেচে সমালোচিত হওয়ার পর, এবার মামলায় জড়ালেন সামান্থা
বিয়েবিচ্ছেদের পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন সামান্থা রুথ প্রভু। কখনও অভিনয় অথবা ব্যক্তি জীবন নিয়ে চর্চিত এই অভিনেত্রী আবারও হয়েছেন সংবাদের শিরোনাম। এবারের সংবাদ, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে মামলায় জড়ালেন দক্ষিণী এই সুন্দরী।
এই সিনেমায়, ‘ও আন্তাভা’ শিরোনামের একটি গানে আল্লু অর্জুনের সঙ্গে নেচেছেন সামান্থা। আর এই আইটেম গানে নাচের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি পুরুষ সমিতি। এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
মামলার অভিযোগে বলা হয় যে, গানটির কথায় পুরুষের লম্পট হিসেবে উপস্থাপন করার জন্য এ মামলাটি করা হয়। ভারতের অন্ধ্র প্রদেশের আদালতে এ গানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে এবং গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু আদালত এখনও মামলাটি নিষ্পত্তি করেনি।
বিতর্কিত এই গানটি কম্পোজ করেন দেবী শ্রী প্রসাদ এবং লেখেন বিবেকা ও চন্দ্রবোস। গানে কোরিওগ্রাফি করেছেন গনেশ আচার্য। গানটি ইউটিউবে প্রকাশের পর এখন পর্যন্ত ৪০ মিলিওনের ওপরে মানুষ দেখেছে। একাধিক ভাষায় গানটি মুক্তি পেয়েছে। আর এ সিনেমাটি মুক্তি পেয়েছে ১৭ ডিসেম্বর। কিন্তু মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে সিনেমাটি।