
আজ বাকের ভাইয়ের জন্মদিন
দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সারথী, শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর এর ৭৫ তম জন্মদিন আজ। নাটকে অভিনয় করে অর্জন করেছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রেও। তবে বিগত এক দশক ধরে তিনি অভিনয়ে অনিয়মিত। রাজনীতিতে জড়িত হয়ে অভিনয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।
তবে আশার বাণী নিয়ে আবারও একটু একটু করে ফিরছেন তিনি। শুধু অভিনয়েই নয়; মঞ্চ, আবৃত্তি- সবখানেই সরব উপস্থিতি দেখা যাচ্ছে ‘বাকের ভাই’ খ্যাত এই অভিনেতার। এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অনন্যসাধারন এক অভিনেতা। আজও কালজয়ী হয়ে আছেন ‘বাকের ভাই’ চরিত্রে।
১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন বাকের ভাই খ্যাত এই অভিনেতা। তার বাবার আবু নাজিম মো. আলী এবং মাতা আমিনা বেগম। নীলফামারী বাংলাদেশের উত্তরবঙ্গের ছোট্ট মফস্বল শহর। এই শহরেই শৈশব-কৈশোর আর তারুণ্যের প্রথম ভাগ কেটেছে। এছাড়া এই আসনের হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অনেক দিন।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচিত ‘কোথাও কেউ নেই’ নাটকে কিংবদন্তি হয়ে আছেন ‘বাকের ভাই’ চরিত্রে। এরপর একই লেখকের রচনা ও পরিচালনায় ‘আগুনের পরশমনি’ চলচ্চিত্রে কাজ করেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। তারপর থেকে আর পিছনে তাকান নি তিনি।
আসাদুজ্জামান নূর ২০০১, ২০০৮, ২০১৩, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে নিলফামারী জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আসাদুজ্জামান নূর মূলত একজন প্রকৃত থিয়েটারের মানুষ। মঞ্চ থেকেই তার মতো জ্ঞানী অভিনেতার উত্থান। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে তিনি বহুকাল ধরে কাজ করে আসছেন। এই নাট্যদলের জন্য বিদেশি একটি নাটকের অনুবাদ করেছিলেন নূর। জনপ্রিয় সেই প্রযোজনাটির নাম ছিল ‘দেওয়ান গাজির কিসসা’।
নন্দিত এবং বরেণ্য এই মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিনে এর DIT News পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি শিল্প-সংস্কৃতি নিয়েই এভাবে আমাদের মাঝে বেঁচে থাকুন এটাই কামনা।