
আফগানিস্তানের বিপক্ষে জিতলো নিউজিল্যান্ড, কপাল পুড়ল ভারতের
ম্যাচটা ছিল নিউজিল্যান্ড আর আফগানিস্তানের। তবে এই ম্যাচে নিউজিল্যান্ডের হার চাইছিল ভারতও। তার ওপরই যে নির্ভর করছিল বিশ্বকাপে বিরাট কোহলিদের বাঁচা মরা! এমন এক ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। তাতে কার্যত এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে দলটির। আফগানিস্তানের সঙ্গে যে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতেরও! আর কিউইরা চলে গেছে সেমিফাইনালে।
নিউজিল্যান্ড আর আফগানিস্তানের জন্য ম্যাচটা ছিল বাঁচা মরার। ভারতের জন্যও বৈকি! নিউজিল্যান্ড এ ম্যাচে হেরে বসলে বিশ্বকাপ থেকে বিদায় নিত। তখন নেট রান রেটের লড়াইটা হতো আফগান আর ভারতীয়দের মধ্যে। শেষ ম্যাচে নামিবিয়াকে নির্দিষ্ট অঙ্ক কষে হারিয়ে দিতে পারলেই ভারত চলে যেত সেমিফাইনালে, সেটা না হলে প্রথমবারের মতো শেষ চার নিশ্চিত হতো রশিদ খানদের। তবে নিউজিল্যান্ড সেটা হতে দেয়নি আদৌ। ম্যাচটা জেতার মতোই জিতেছে। তাতে বিশ্বকাপ থেকে বাকি দুই দলকে ছিটকে দিয়ে নিজেরা চলে গেছে সেমিফাইনালে।
আফগানিস্তানের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখে উৎরে যায় কিউইরা। ১২৪ রানের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান তুলে নিউজিল্যান্ড। এ সময় ১২ বলে ব্যক্তিগত ১৭ রানে মুজিব উর রহমানের শিকার হন ড্যারেল মিচেল। ২৮ রানে মার্টিন গাপটিলকে সরাসরি বোল্ড করেন রশিদ খান। এরপর ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে ৩২ বলে ৩৬ রান যোগ করেন স্কোর বোর্ডে। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন রশিদ ও মুজিব।