
আবারো কুমিল্লার হয়ে বিপিএলে মাঠ কাঁপাবেন তামিম, হতে যাচ্ছেন তাদের আইকন ক্রিকেটার!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে খেলবে ছয়টি দল। টুর্নামেন্ট মাঠে গড়াবে ২১ জানুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। যদিও বিসিবি এখনও ছয় ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত নাম জানায়নি। বিসিবি সূত্রে জানা গেছে, দলের সঙ্গে আইকন ক্রিকেটার চূড়ান্ত করার কাজ চলছে পুরোদমে। আগামী কয়েকদিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এবং বিসিবি তা প্রকাশ করবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের আইকন হতে পারেন তামিম ইকবাল। দল গড়ার কাজ এগিয়ে নিচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। এবার বঙ্গবন্ধু বিপিএলে দলগুলোর সঙ্গে এক বছরের জন্য চুক্তি করছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজ ফি ১ কোটি ও খেলোয়াড়সহ আনুসাঙ্গিক ফি ৪ কোটি টাকা ধরা হয়েছে।
এবার অংশ নিবে না বেক্সিমকো গ্রুপ, জেমকন গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ। অতীতে তাদের মালিকানায় ছিল যথাক্রমে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের দল। তিনটি দলই এবার নতুন মালিকানায় অংশ নিবে বিপিএলে।
বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নেয়া আকতার ফার্নিচারের মালিকানায় থাকবে চট্টগ্রাম বিভাগের দল। আর রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিজস্ব প্রতিষ্ঠানের মালিকানায়।