
আবারো লজ্জায় ডুবলো বাংলাদেশ, ফলো-অন এড়াতে ব্যর্থ হলো পাকিস্তানের সাথে
ফলো-অন এড়াতে বাংলাদেশকে করতে হত মাত্র ১০০ রান। কিন্তু ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এই সামান্য রানও মনে হল পাহাড়সম। সাজিদ খানের ঘূর্ণি যেন চেপে ধরেছিল স্বাগতিকদের। ডানহাতি এই স্পিনারের ৮ উইকেটের দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে ৮৪ রানে।
পঞ্চম দিন ৭৬ রানে ৭ উইকেট নিয়ে খেলতে নামা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল ফলো-অন এড়ানো। কিন্তু সেই লক্ষ্যে নামা বাংলাদেশকে আরও বিপদে ফেলেন সাজিদ। তার ঘূর্ণিতে স্কোরবোর্ডে এক রান যোগ করতেই আউট তাইজুল ইসলাম।
০ রানে বাঁহাতি এই ব্যাটসম্যান ফেরার পর খালেদ আহমেদকেও একই রানে বোল্ড করেন শাহীন শাহ আফ্রিদি। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা এবাদত হোসেনকে নিয়ে প্রাথমিক লক্ষ্য পার করার চেষ্টায় ছিলেন সাকিব।
দেখে শুনে খেলে দলকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু দলীয় ৮৭ রানে সাজিদকে সামনে এগিয়ে মারতে গিয়ে শর্ট কভারে আজহার আলীর হাতে ক্যাচ দেন সাকিব। ৩৩ রানে তিনি ফিরলে অল আউট হয় বাংলাদেশ।
৪২ রানে ৮ উইকেট নেন সাজিদ, শাহীনের শিকার একটি। এর আগে চতুর্থ দিন ৭১ রানে ৭ উইকেট নিয়ে দিন শেষ করা বাংলাদেশের হয়ে লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি করেছিলেন ৩০ রান। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।