
ইসরায়েলি কারাগারে ৮৬ দিন অনশনে ফিলিস্তিনির মৃত্যু
৮৬ দিন ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে থাকা ফিলিস্তিনি বন্দি খাদের আদনান মারা গেছেন। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২ জুন) ভোরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এর আগেও এই ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট বেশ কয়েকবার অনশন করেছিলেন। ২০১৫ সালে আটকের পর টানা ৫৫ দিন না খেয়ে ছিলেন তিনি।
কোনও সুর্নিদিষ্ট অভিযোগ ছাড়াই বর্তমান ১ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি। ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী গ্রুপ হ্যামোকডের মতে, ২০০৩ সালের পর এই বন্দির সংখ্যা সবেচেয়ে বেশি।
গাজার ডব্লিএইডি প্রিজনার্স অ্যাসোসিয়েশন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ৪৪ বছর বয়সী খাদের আদনানকে ঠাণ্ডায় মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) বলছে, বিনা অভিযোগে আটকের বিরুদ্ধে প্রতিবাদে ৮৭ দিনের জন্য না খেয়ে থাকার কথা জানিয়েছিলেন। ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী ও প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক মুস্তাফা বারঘৌতি বলেন, যা ঘটেছে অত্যন্ত বিপজ্জনক ঘটনা।
তবে এই মৃত্যুতে সে নিজেই দায়ী বলে আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।
সূত্র: আল জাজিরা