টেকনোলজি

এক ধাক্কায় ১২ হাজার টাকা দাম কমলো OnePlus 9 5G এর, সীমিত সময়ের অফার

একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন ব্যবহারের ইচ্ছা কার না থাকে! কিন্তু ফিচারের আধিক্য থাকায় এরূপ ফোনগুলির দাম আকাশছোঁয়া হয়। তবে আজ আমরা এমন একটি অফার সম্পর্কে আপনাদের জানাবো, যার লাভ ওঠাতে পারলে একটি প্রিমিয়াম-রেঞ্জের স্মার্টফোনকে আপনারা অতিশয় কম টাকা খরচ করে কিনে নিতে পারবেন। আমরা কথা বলছি, OnePlus 9 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রসঙ্গে। এই ফোনটি বর্তমানে ১২,০০০ টাকা ডিসকাউন্ট ও বিবিধ অফারের সাথে বিক্রি করছে ই-কমার্স সাইট Amazon। এক্ষেত্রে, ডিসকাউন্ট সহ উপলব্ধ প্রত্যেকটি অফারের লাভ ওঠাতে পারলে আপনারা ২০,০০০ টাকারও কম খরচ করে 5G কানেক্টিভিটির এই স্মার্টফোনটিকে কিনে নিতে পারবেন। সর্বোপরি, একটানা ৪ বছরের জন্য বিনামূল্যের ওএস ও সিকিউরিটি প্যাচ আপডেটও অফার করা হবে ফোনটির সাথে।

OnePlus 9 5G দাম ও অফার

ওয়ানপ্লাস ৯ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ অপশনের প্রকৃত মূল্য যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা ও ৫৪,৯৯৯ টাকা। কিন্তু, এই মুহূর্তে ই-কমার্স সাইট অ্যামাজনে ফোনের ৮ জিবি স্টোরেজ অপশনকে ৩৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৪২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ, ডিসকাউন্টের পরিমাণ থাকছে পুরো ১২,০০০ টাকা।

অন্যান্য অফারের কথা বললে, ক্রেতারা যদি CITI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে উক্ত ফোনটি কেনেন তবে অতিরিক্ত ভাবে আরো ১০% বা ৩,৭৯৯ টাকা ছাড় পেয়ে যাবেন। যারপর, ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম কমে ৩৪,২০০ টাকা হয়ে যাবে। আবার গ্রাহকদের সুবিধার্থে Bajaj Finserv ইএমআই কার্ড এবং নো-কস্ট ইএমআই বিকল্পের অধীনে খরিদ্দারী করার সুবিধা উপলব্ধ রয়েছে। এছাড়াও, ১৮,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা দেওয়া হচ্ছে ক্রেতাদের। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে, ওয়ানপ্লাসের এই ৫জি স্মার্টফোনটিকে কেবল ১৫,৩০০ টাকা খরচ করে পকেটস্থ করে নিতে পারবেন আপনারা।

OnePlus 9 5G স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ একটি ৬.৫৫ ইঞ্চির (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ সহ কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ ভার্সন দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য OnePlus 9 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022