
এবার পারলেন না ম্যাক্সওয়েল, সমতা ফেরাল শ্রীলঙ্কা
ভেন্যু পাল্লেকেলে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা—গ্লেন ম্যাক্সওয়েলের জ্বলে উঠতে আর কী লাগে! ২০১৬ সালে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ১৪৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন। ছয় বছর পর একই ভেন্যুতে ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও সেই স্মৃতি মনে করিয়ে দেন ৫১ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়ে।
আজ দ্বিতীয় ওয়ানডেতেও সে পথেই এগোচ্ছিলেন ম্যাক্সওয়েল। বৃষ্টিবিঘ্নিত ৪৩ ওভারে ম্যাচে শ্রীলঙ্কার ২১৬ রানের পেছনে ছুটতে গিয়ে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর অ্যালেক্স ক্যারির সঙ্গে ম্যাক্সওয়েল জুটি অস্ট্রেলিয়ার জয়ের আশা বাঁচিয়ে রাখে। কিন্তু এ যাত্রায় ম্যাক্সওয়েলকে আর বেশি দূর এগোতে দেয়নি শ্রীলঙ্কা। ম্যাচের মোড়ও ঘুরে যায় তাতে। শেষ পর্যন্ত ২৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকেরা। ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া চামিকা করুনারত্নে হয়েছেন ম্যাচসেরা।