
কপিরাইট আইনে মামলা করলো জেমস, বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি
মুঠোফোন নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করতে আবারও আদালতে গেলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। এবারও তিনি গিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে। সেখানে মামলার আবেদনও করেছেন গায়ক।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি জানিয়েছেন, ৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আদালতে যান জেমস। এরপর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন।
২০০৭ সাল থেকে রিংটোন হিসেবে ‘দুখিনী দুঃখ করো না’সহ ৬টি গানের কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমস।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর একই উদ্দেশ্যে কে এম ইমরুল কায়েশের আদালতে গিয়েছিলেন জেমস। কিন্তু সে সময় গায়কের মামলার আবেদন গ্রহণ না করে তাকে রাজধানীর গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন বিচারক। থানায় মামলা না নিলে পুনরায় আদালতে যেতে বলা হয়।