
গিবসনের কাছে মাশরাফির সমালোচনা গুরুত্বপূর্ণ নয়
শ্রীলঙ্কার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিং, প্রশ্নবিদ্ধ অধিনায়কত্বের কারণেই মূলত এই হারের জন্য দায়ী। দলের হার মেনে নিতে পারেননি সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কোচিং প্যানেলের কড়া সমালোচনা করেছেন তিনি।
‘ইনিংসের মাঝামাঝি কোচরা মাঠে এসে পরামর্শ দেন, সব দোষ অধিনায়কের হলে কোচদের কাজ কি?’- এমন খোলামেলাই সমালোচনা করেছেন মাশরাফি। সাবেক এই অধিনায়কের এমন সমালোচনায় যখন উত্তপ্ত ক্রিকেটপাড়া, তখন টাইগারদের বোলিং কোচ বিতর্ক আরও তীব্র করলেন। ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ওটিস গিবসন বললেন, দলের বাইরের কারো মন্তব্য গুরুত্বপূর্ণ নয় তার কাছে।
গিবসন বলেন, ‘এই ব্যাপারে আমার কোন মতামত নেই। এটা আমার আগ্রহে বা উদ্বেগের বিষয় না। আমাদের দলের বাইরে যে কেউ যা কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু দলের ভেতরে কে কি বলল সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানি কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কি করছি।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের মাঠের পারফরম্যান্স যতটা না হতশ্রী হচ্ছে, ততটাই তীব্র হচ্ছে মাঠের বাইরের কাদা ছোড়াছুঁড়ি। খেলোয়াড়, বোর্ড সভাপতির পর সেই তালিকায় সবশেষ সংযোজন মাশরাফি। দেশের সবথেকে সফল অধিনায়কের এমন সমালোচনার পর ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।