
গোপনে বিয়ে করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে বরাবরই তাঁর নাম আসে। খোলামেলা কথা বলেন, নিজের মতো করে চলেন। নিত্য নতুন লুকে সবাইকে চমকেও দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার শুধু চমকেই দেননি, আলোচনারও জন্ম দিয়েছেন।
কলকাতার এই নায়িকার শেয়ার করা নতুন ছবিতে দেখা যাচ্ছে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে পুজার আড্ডা দিচ্ছেন তিনি। কিন্তু কপালে সিঁদুর থাকায় অবাক করলো অনেককে! হাতে শাঁখা, মাথায় সিঁদুর, কপালে লাল টিপ। স্বভাবতই প্রশ্ন উঠছে ‘ডিভোর্সি’ হিসেবে পরিচিত সিঙ্গেল অভিনেত্রী বিয়ে করলেন কবে! স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। প্রেম হোক বা সম্পর্ক সবকিছু নিয়েই খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু, এবারের ব্যাপারটা নিয়ে ধাঁধায় পড়েছেন কেউ কেউ।
শুধু ছবিই দেননি এবার। বরং হাতের শাঁখা নিয়ে এক অনুরাগীর সঙ্গে গল্পও করেছেন। কোথায় এ রকম শাঁখা কিনতে পাওয়া যায় তার খোঁজও দিয়েছেন। তবে বিয়ের ব্যাপারে এখনও কোন ঘোষণা দেননি তিনি।
১৯৯৮ সালে অভিনয় জগতে আসার আগেই বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০০৪ সালে হয় বিচ্ছেদ। তখন জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা গিয়েছিল নেটপাড়ায়। এমনকী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্ক ছিল তার। এরপর নাম জড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তারপর সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভইন করছিলেন বলেও খবর রটেছিল টলিপাড়ায় ।