
চলন্ত মোটরসাইকেলে তরুণ-তরুণীর উদ্দাম রোমান্স, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত বাইকে দুই তরুণ-তরুণীর রোমান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সরগরম গোটা নেট দুনিয়া। বাইকের পেছনে থাকা একটি গাড়ি থেকে ভিডিওটি ধারণ করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদের। খবর এনডিটিভির।
ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণ উচ্চগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। তার সামনে কোলে জড়িয়ে বসে ছিলেন এক তরুণী। তবে এসময় কেউই হেলমেট পরেননি। তারা সড়ক আইন অমান্য করে যাচ্ছিলেন।
আকাশ কুমার নামের একটি টুইটার আইডিতে ভিডিওটি পোস্ট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনাটি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। টুইটারের অন্যান্য ব্যবহারকারীরা ভিডিওটি উত্তরপ্রদেশের পুলিশ ও গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ বিভাগকে ট্যাগ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
রোজিনার লুকে বিস্মিত নেটিজেনরা, অঞ্জনা জানালেন স্যালুট
এদিকে গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার ভিডিওটির তদন্তের ব্যাপারে কথা বলেছেন। ভিডিওটি যাচাই-বাছাইয়ের সময় এক ইন্সপেক্টরকে ব্যবস্থা নিতে বলা হয়। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে ওই তরুণ-তরুণীকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।