
চৌমেনিকে পেতে ১০০ মিলিয়ন খরচ করতেও রাজি রিয়াল
স্পোর্টস ডেস্ক : চৌমেনিকে পেতে রিয়াল মাদ্রিদের সাথে দৌড়ে আছে লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে লিভারপুল ও পিএসজিকে ‘রেড লিস্টে’ ফেলে দিয়েছেন চৌমেনি। এখন তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শুধুই রিয়াল।
মোনাকোর সাথে চৌমেনিকে নিয়ে লম্বা সময় ধরে আলোচনা চলছে রিয়াল মাদ্রিদের। মাঝখানে বাগড়া দেয় পিএসজি। যদিও শেষপর্যন্ত রিয়ালকেই বেছে নিয়েছেন চৌমেনি।
চৌমেনিকে পেতে মোনাকোর সাথে রিয়ালের কথাবার্তা প্রায় পাকা। চৌমেনির জন্য একশ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ইউরোপ সেরা রিয়াল। এমনটাই জানিয়েছে গোলডটকম।
একটু দেরিতে চৌমেনিকে পাওয়ার দৌড়ে নেমেছিল ফরাসি ক্লাব পিএসজি। যদিও চৌমেনির এজেন্ট পিএসজির ক্রীড়া ব্যবস্থাপকের সাথে আলোচনা করতে দেখা করেছিলেন। তবে সেখানে তিনি জানিয়েছেন, রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চৌমেনি।
বর্তমানে ফ্রান্সের হয়ে নেশনস কাপের প্রস্ততি নিচ্ছেন ২২ বছর বয়সী চৌমেনি। কিছুদিনের মধ্যেই রিয়ালে তার স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হবে। এরপর চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।
২০২০ সালে মোনাকো গিয়েছিলেন চৌমেনি। সেখানে মোনাকোর হয়ে ৭৪ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার নামের পাশে রয়েছে পাঁচটি গোলও। ফ্রান্সের হয়ে চলতি বছর অভিষেক হয়েছে চৌমেনির। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
গ্যারেথ বেল, মার্সেলো, ইস্কোর মতো তারকারা বার্নাব্যূ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে শুরু করেছেন।
চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বেশ কিছু তারকা ফুটবলার।
টেস্টের নেতৃত্বে কি ফিরছেন সাকিব, যা বললেন পাপন