
চ্যাটিং হবে আরো অনুভূতিপ্রবণ, WhatsApp-এ এল ২১টি নতুন ইমোজি
ইউজারদের সুবিধার্থে WhatsApp ক্রমাগত তার অ্যাপে নতুন আপডেট এনেই চলেছে। সেক্ষেত্রে যারা চ্যাটিংয়ের সময় খুব বেশি ইমোজি ব্যবহার করেন, তাদের জন্য এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এবার আরো মজাদার হয়ে উঠতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে এখন প্রিয়জন-পরিজনের সাথে কথোপকথন হোক বা অন্য কোনোরকম কাজের ব্যাপার থাক – যোগাযোগের মাধ্যম হিসেবে বেশিরভাগ স্মার্টফোন ইউজার WhatsApp ব্যবহার করেন; আর এই ডিজিটাল যুগে ইমোজি ছাড়া মেসেজ বা চ্যাট যেন নুন ছাড়া তরকারি! স্মাইলি ব্যবহার না করলে যেন এখন ওপারের মানুষকে অনুভূতি ঠিক করে বোঝানোই যায়না। ঠিক এই কারণে কিছুদিন আগেই WhatsApp অনেকগুলি নতুন ইমোজি যুক্ত করেছিল, যারপর এখন আবার ব্যবহারকারীরা কিছু নতুন ইমোজি উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত হয়েছে। সোজা কথায় বললে, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে আরো কিছু নতুন ইমোজি বা স্মাইলি যুক্ত করা হয়েছে।
WhatsApp-এ এসেছে ২১টি নতুন ফিচার
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে সম্প্রতি ২১টি নতুন ইমোজি দেখা গেছে। আর এগুলির মাধ্যমে ইউজাররা তাদের আবেগ আরো ভালোভাবে প্রকাশ করতে সক্ষম হবেন। এছাড়া নতুন বিটা আপডেটের দরুন ইউজাররা আরো অনেক নতুন ফিচার উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা ২.২২.৮.৮ আপডেটের সাথে অ্যাপটিতে ২১টি নতুন ইমোজি (কিছু নতুন রঙের হার্ট ইমোজি, পশু ইত্যাদি) পাবেন, যাতে সম্ভবত স্কিন টোন কম্বিনেশন ফিচার থাকবে। এছাড়াও জানা গেছে যে মেটা (Meta) মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি ৮টি পুরোনো ইমোজিকে নতুন করে ডিজাইন করেছে। ফলত ইউজাররা সর্বসাকুল্যে মোট ২৯টি নতুন ইমোজি ব্যবহার করে চ্যাটিংয়ের মজা বাড়িয়ে তুলতে পারবেন।
পুরোনো দুটি ইমোজির চেহারা পাল্টেছে WhatsApp
ইউজাররা WhatsApp অ্যাপে পাবেন নতুন Disappearing Message শর্টকাট
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপেয়ারিং মেসেজ (Disappearing Message) সেকশনকে নতুনভাবে ডিজাইন করার জন্য কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, এই কারণে অ্যান্ড্রয়েডের ২.২২.৪৯.৯ বিটা আপডেটে জন্য নতুন এবং পুরোনো উভয় ধরণের চ্যাটকে অদৃশ্য থ্রেড হিসাবে চিহ্নিত করা সহজ হয়ে যাবে। এখানেই শেষ নয়, এখন সংস্থাটি তার মাল্টি-ডিভাইস ফিচারেও কিছু পরিবর্তন এনেছে, যার ফলে ইউজাররা এখন একসাথে দুটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।