
জন্মদিনে মিমের চমক, ব্যাংকারের সাথে বাগদান
অনেক দিন ধরেই গুঞ্জন, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞেস করা হলে, ব্যাংকারের বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করলেন মিম। আজ বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন মিম। তিনি বলেন, ‘ছয় বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের আমাদের সম্পর্কের কথা জানাই। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেয়, এবারের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার। পরিবারের সিদ্ধান্তেই আমাদের বাগদান সেরেছি।’
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।