
খেলা
টাইগার শোয়েবের পতাকা ডাস্টবিনে ফেলে দিলো করা?
বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের এক পরিচিত মুখ শোয়েব আলী। বাংলাদেশ ক্রিকেট টিমের একজন ডাই হার্ড ফ্যান বলা চলে টাইগার শোয়েবকে। হোম কিংবা অ্যাওয়ে, বাংলাদেশ ক্রিকেট দলের কোন ম্যাচই গ্যালারিতে উপভোগ করতে একদমই ভুল করেন না তিনি। কখনও বিসিবির চেষ্টায়, কখনও বা স্পনসরদের মাধ্যমে ভিনদেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখার সুযোগ পেয়ে যান শোয়েব আলী।
তবে, গতকাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের পূর্ব মুহুর্ত এবং খেলা চলাকালে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কে বা কারা টাইগার ফ্যান শোয়েব আলী কাছ থেকে পতাকা ছুড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল।
খেলা শেষে শোয়েব ফেসবুক লাইভে এসে অনেকটা কান্নায় ভেঙে পড়েন। তার অভিযোগ, “আমার বুকে গুলি করলেও তো এমন কষ্ট হতো না। যতটা না কষ্ট পেয়েছিলাম পতাকা নিয়ে যাবার পর।