
টিভি রিপ্লেতে ক্লিয়ার দেখা যাচ্ছে বলটি ফাওয়াদের ব্যাটে লেগেছে, তবুও আউট দিলেন না আম্পয়ার!
বৃস্টির বাধাই ২ দিন খেলা হয়নি। চতুর্থ দিন বেশ ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই বাবর কে ফিরিয়ে খেলায় ফেরে টাইগাররা। তারপর ব্যাটিং এ নামে ফাওয়াদ আলম। ইনিংসের ৭২ তম ওভারে বোলিংয়ে আসে এবাদত। ওভারের ৫ম বলে গুড লেন্থের বলটি খেলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতে পড়েন এই পাক ব্যাটার।
অনেকটা খোঁচা মারার মতো করে বলটি ফেস করেন তিনি। তখন বলটি তার বাটে হালকা টাচ লেগে সোর সরি উইকেট কিপার লিটনের হাতে যাই। কিন্তু তখন বলার বা কিপার কেউই আবেদন করেন না আউটের। আম্পয়ার ও আউট ঘোষণা করেননি। তাই নির্ঘাত আউট ঠেলে বেঁচে যাই ফাওয়াদ আলম।
পরে টিভি রিপ্লেতে দেখা যাই বল হালকা ব্যাটে টাচ লেগে কিপারের হাতে যাই। কিন্তু আউট কেন হলো না? এটা কি আম্পয়ারের ভুল নাকি ফিল্ডারদের?মূলত উইকেটকিপারের ব্যার্থতায় বেঁচে যান ফাওয়াদ। উইকেট কেপের সব সময় বিচক্ষণ হতে হয়। কিন্তু বাংলাদেশের উইকেট কেপের সেটা বুজতেই পারলো না। রা সেই কারণেই আউট ও হলো না।