
টি২০ বিশ্বকাপে সেমিফাইনালের রোমাঞ্চ, মাঠে নামছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড
দেখতে দেখতে শেষ হওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। সুপার টুয়েলভের লড়াই শেষে সেরা চার দলই উঠেছে সেমিফাইনালে। ১০ নভেম্বর থেকে শুরু হবে সেমিফাইনালের রোমাঞ্চ।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গ্রুপ গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ এর রানার্সআপ নিউজিল্যান্ড। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লড়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার তাদের দেখা হচ্ছে সেমিফাইনালেই। নকআউট পর্বে এই লড়াইয়ের মাধ্যমে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। রোমাঞ্চকর ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ এটি। তা ছাড়া চলতি বিশ্বকাপে বোলিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে সবাইকে চমকে দিয়ে যাচ্ছে কিউইরা। সঙ্গে আছে কেন উইলিয়ামসনের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব। সবমিলে ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে যেতে মুখিয়ে উইলয়ামসনের দল।
তবে কাজটা খুব কঠিন। কারণ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড খুব কঠিন। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ করছে মরগানের দল। তাই নিউজিল্যান্ডকে থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় ইংলিশরাও।