
টেস্টে ভয়ানক ব্যাটিং করতে পারে লিটন বললেন বিসিবি প্রধান
টি২০ বিশ্বকাপে লিটন দাসের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে বার বার। অনেক দিন ধরেই ফর্ম হীনতায় ভুগছেন তিনি। তবুও টিম মানাজেমেন্ট আস্থা রাখছেন তার উপরেই। ব্যাটিং নিয়ে তার সতীর্থদের মুগ্ধতার শেষ নেই। কারও কারও বর্ণনায় তার একেকটি শট যেন শিল্পীর রং-তুলিতে আঁকা। বর্তমান সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান তিনি। সামর্থ্য-দক্ষতা নিয়েও নেই কোনো প্রশ্ন। কিন্তু জাতীয় দলে কয়েক বছর সফরের পরও সেই লিটনই এখন নিকষ কালো অন্ধকারে ডুবে আছেন।
এরইমধ্যে নাজমুল হাসান পাপন বললেন টেস্টে লিটন দাস সাংঘাতিক ব্যাট করে। টেস্টে ৬ নাম্বারে ব্যাট করতে নাম লিটনের ব্যাটে ধারাবাহিক রান আসে। পাপন আরো বলেন, ওর হাতে মার্ ছিল, কিন্তু ওই জিনিষটা ইদানিং দেখা যাচ্ছে না। তবে তার ব্যাটিং সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সে নিঃসন্দেহে একজন ভালো ব্যাটার। কিন্তু সম্প্রতি সময় সে ছন্দে নেই।
কেবল টেস্টে কিছু রান করেছেন, সেখানেও নেই বড় কোনো ইনিংস। সংক্ষিপ্ত ফরম্যাটে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো আঙিনাতেই লিটনের ব্যাটে রান নেই। করোনাভাইরাসের বিরতির পর গত বছরের শেষ দিকে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। একটিতেও ব্যাট হাতে শাসন করা হয়নি তার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন লিটন।
যাকে নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাকে ভাবা হয় দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার যোগ্য হিসেবে, সেই লিটন কোথায় হারালেন? সমস্যা ব্যাটিংয়ে নাকি মাথায়? সেটা হয়তো লিটনেরই সবচেয়ে ভালো জানার কথা।