
ডিসেম্বরে বিয়ে করছেন রণবীর-আলিয়া
বলিউডে শুরু হচ্ছে বিয়ের উৎসব। প্রায় প্রতিদিনই একের পর এক বলিউড তারকার বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছে বিটাউনের আকাশে-বাতাসে। ফারহান-শিবানী, অর্জুন-মালাইকা, আরবাজ-জর্জিয়ার পর এবার বলিউডের আর এক রোমান্টিক জুটির বিয়ের প্রস্তুতির খবর পাওয়া গেছে। শোনা যাচ্ছে, এরই মধ্যে নাকি রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
এই জুটির বিয়ে নিয়ে বহুদিন ধরেই কানাঘুষা চলছে বলিপাড়ায়। তবে এবার সত্যি সত্যি বিয়ের সানাই বাজাতে যাচ্ছেন এই জুটি। জানা গেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত তাদের অভিনীত সিনেমা ’ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর ডিসেম্বরেই বিয়ে করবেন তারা। দুই পরিবার ইতিমধ্যে জোর কদমে শুরু করে দিয়েছে বিয়ের প্রস্তুতি। ঠিক হয়ে গেছে বিয়ের দিনক্ষণও। তবে এখনো বিয়ের তারিখ সংবাদ মাধ্যমে জানানো হয়নি।
এর আগেও একবার তাদের বিয়ের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে সময় হঠাৎ রণবীরের বাবা ঋষি কাপুরের অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল বিয়ে। কথা হয়েছিল, ঋষি কাপুর একটু সুস্থ হয়ে উঠলে বাদ্য বাজবে বিয়ের। কিন্তু তাতেও বাধা। শুরু হলো লকডাউন। আর লকডাউনের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ঋষি।
বিয়ে না হলেও সে সময় প্রেমিকের বাবার মৃত্যুতে পুত্রবধূর মতই দায়িত্বই পালন করেছিলেন আলিয়া। যেহেতু আগে থেকেই কথা ছিল বিয়ে হবে আগামী ডিসেম্বরে। এবারে সে মাফিকই বিয়ের আয়োজন চলছে দুই পরিবারের মধ্যে।