বিপিএলের চলতি নবম আসরে চোখে পড়ছে ব্যাট হাতে স্থানীয় ব্যাটারদের দাপট। জাকির হাসান, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদারেরা বেশ ভালো করছেন। ৪ ম্যাচে ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ৩ ফিফটিতে ১৯৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে সিলেটের ব্যাটার তৌহিদ হৃদয়। বিপিএলে দেশি ব্যাটারদের প্রশংসা শোনা গেল সাকিব আল হাসানের মুখে।
আজ বুধবার এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘অনেকেই ভালো খেলছে। শান্ত, তৌহিদ হৃদয়, জাকির খুবই ভালো ব্যাট করছে। অন্যান্য দলের খেলোয়াড়েরাও ভালো ব্যাটিং করছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে, স্থানীয় ব্যাটাররা বেশ ভালো করছে। এটা আমাদের জন্য খুব ভালো একটি দিক। এ জন্য প্রশংসাটা পিচের। সুযোগটা বাড়ছে রান করার।’
এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী প্রথম পাঁচজনের তিনজনই বাংলাদেশি। তারা হলেন- ঢাকার পেসার তাসকিন আহমেদ, সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং রেজাউর রহমান। তবে বোলাররা ততটা ভালো করছেন না বলে মনে করেন সাকিব, ‘আমাদের দেশি বোলাররা ওভাবে ভালো বল করতে পারছে না। এমন ভালো পিচে কীভাবে বল করতে হয়, সেটাও আমাদের শিখতে হবে।’