আন্তর্জাতিক

দেশ পরিচিতি: মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতির দেশ মালয়েশিয়া। কয়েক দশক ধরে শিল্প খাতের সম্প্রসারণ ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটিকে এমন সাফল্য এনে দিয়েছে।

দক্ষিণ চীন সাগর বয়ে যাওয়ার কারণে দুটি অঞ্চলে বিভক্ত হয়ে গিয়েছে দেশটি। ৩টি ফেডারেল ভূখণ্ড ও ১৩ টি রাজ্য নিয়ে একটি বহুজাতিক দেশ মালয়েশিয়া। দেশটিতে নানা ধর্মের মানুষের বাস।

দেশটিতে বাসকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিম মালয়রা রাজনৈতিকভাবে প্রভাবশালী। বৈষম্যের কারণে ব্যবসা, শিক্ষা ও সরকারি চাকরিতে অতিরিক্ত সুবিধা ভোগ করে এ গোষ্ঠী।

তবে অর্থনৈতিক দিক থেকে দেশটিতে চীনা বংশোদ্ভূত সংখ্যালঘু গোষ্ঠী প্রভাব বিস্তার করে। দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান।

উৎপাদন বৃদ্ধির মাধ্যমে লাভবান হচ্ছে মালয়েশিয়া। পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ দেশটি। তবে পর্যটন খাতের উন্নয়নের কারণে পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দেশটির উত্তর বোর্নিও দ্বীপের রেইন ফরেস্টের পাম তেলের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য

রাষ্ট্রীয় নাম: ফেডারেশন অব মালয়েশিয়ারাজধানী: কুয়ালালামপুরআয়তন: ৩ লাখ ২৯ হাজার ৮৪৭ বর্গ কিলোমিটারজনসংখ্যা: ৩ কোটি ১০ লাখপ্রধান ভাষা: ইংরেজি, মালয়, চীনা, তামিল, তেলেগু ও মালায়লাম।প্রধান ধর্ম: ইসলাম, তাওবাদ, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ ও সনাতন ধর্ম।গড় আয়ু: পুরুষ ৭৩, নারী ৭৮ বছরমুদ্রা: রিঙ্গিত

নেতৃত্ব

রাজা সুলতান আব্দুল্লাহ

সুলতান মুহাম্মাদের পর ২০১৯ সালে দেশটির রাজা হন পাহাং এর সুলতান আবদুল্লাহ।

পাঁচ বছর পর পর দেশটির ৯ টি মালয় রাজ্য থেকে পালাক্রমে রাজা নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: রয়টার্স

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর ২০২২ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আনোয়ার ইব্রাহিম। ছোট ছোট কয়েকটি দল নিয়ে গঠিত তার রাজনৈতিক দল পাকাতান হারাপান (পিএইচ)।

দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি মালয়েশিয়ার রাজনীতিতে ২ জনের নাম সব চেয়ে বেশি আলোচিত। একজন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ও অপরজন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

স্বাধীনভাবে সংবাদমাধ্যমের কাজের পরিবেশ তৈরিতে উদ্যোগ নিচ্ছে সরকার। ছবি: রয়টার্স

সংবাদমাধ্যম

২০১৮ সালে সরকার পরিবর্তনের পর দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনগুলো বাতিল করতে উদ্যোগ নিচ্ছেন দেশটির কর্মকর্তারা।

টেলিভিশন সেক্টরের মধ্যে রাষ্ট্রীয় ও বেসরকারি চ্যানেলগুলো বেশ প্রচলিত। দেশটির সব চেয়ে ক্ষমতাধর মিডিয়া গোষ্ঠী হলো পে টিভি। মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় জাতীয় চ্যানেল টিভি ৩ এরও মালিকানা পে টিভির।

দেশটির জনসংখ্যার ৮০ শতাংশই নিত্যদিনের খবরের জন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল।

 

মালয়েশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা

চতুর্দশ শতক: ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে মালয়রা।

১৮২৬: মালাক্কা, পেনাং এবং সিঙ্গাপুরের ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো একত্রিত করা হয়; উপদ্বীপটিতে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশরা।

১৮৯৫: চারটি মালয় রাজ্য একত্রিত হয়ে মালয় রাজ্য গঠন করে।

কিছু আদিবাসী মানুষ এখনও নিজেদের সংস্কৃতি ধারণ করে। ছবি: রয়টার্স

১৯৪২-৪৫: জাপান অঞ্চলটিকে দখল করে।

১৯৪৮: মালয় ফেডারেশনের অধীনে ব্রিটিশ শাসিত মালয় অঞ্চলগুলো একীভূত হয়।

১৯৫৭: মালয় ফেডারেশন স্বাধীন হয়।

১৯৬৫: মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায় সিঙ্গাপুর।

জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মালয় মুসলিম। ছবি: রয়টার্স

২০০১: দীর্ঘদিনের বিরোধের অবসান এবং একটি নতুন সেতু ও টানেল নির্মাণে সম্মত হয় মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

২০০৩:২২ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

২০১৮: ভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ।

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022