
দ্বিতীয় স্বামীকে নিয়ে ওমরাহ হজ করতে যাচ্ছেন মাহি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। সদ্য বিবাহিত দ্বিতীয় স্বামী কামরুজ্জামান সরকার রাকিবকে সঙ্গে নিয়েই ওমরাহ করবেন তিনি।
মাহিয়া মাহি জানিয়েছেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে নভেম্বরেই সৌদি আরবে যাত্রা করবেন তিনি। এজন্য কাজ থেকে ১৫ দিনের ছুটি নেবেন তিনি। মাহি আরও বলেন, ওমরাহ পালনের তারিখ এখনও ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম।
বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ড্রাইভার’ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত মাহি। এতে গাড়িচালক চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।
মাহি জানান, ‘ড্রাইভার’র প্রথম লট শেষ হলেই সৌদি আরবে উড়াল দেবেন এই অভিনেত্রী। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।