
দ্রাবিড়কেই ভারতের কোচ হিসেবে চান গাভাস্কার
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রি ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। ইতিমধ্যে কোচের পদের জন্য আবেদনও করে ফেলেছেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুনিল গাভাস্কার।
দ্রাবিড়ের কোচ হওয়ার সিদ্ধান্তের ব্যাপারে গাভাস্কারের বক্তব্য, ‘নিঃসন্দেহে আমি মনে করি, সে ছাড়া আর কেউ এই পদের জন্য যোগ্য নয়। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে সে যেভাবে কোচিং করিয়েছে, যেভাবে ন্যাশনাল ক্রিকেট আকাডেমি সামলেছে, এটা তার সামর্থ্যেরই জানান দেয়। মাঠ ও মাঠের বাইরে দু’জায়গাতেই সে দুর্দান্ত। ভালো একজন প্রশাসকও সে। তাই কোচের জন্য তার আবেদন করাটাকে আমি শুধুই ফরমালিটি হিসেবে মনে করি।’
গাভাস্কারের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার মদন লাল বলেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯, ‘এ’ দল তার অধীনে অনেকবার বিদেশ সফরে গিয়েছে। এমনকি সম্প্রতি শ্রীলঙ্কা সফরে সে জাতীয় দলকে কোচিং করিয়েছে। তাই আপনি যখন জুনিয়র লেভেল থেকে কোচিং করাবেন, তখন জানবেন কিভাবে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে হয়।