
নতুন স্কুটারের চাহিদা বেশি, জুলাইয়ে বাইকের বিক্রিও বাড়ল Suzuki-র
জাপানি টু-হুইলার সংস্থা সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) ভারতে তাদের গত মাসের বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গিয়েছে আগের বছর জুলাইয়ের তুলনায় এবারে বিক্রিতে মাত্র ৪.৩% উত্থান ঘটেছে। গত মাসে এক্সপোর্ট মার্কেট ও দেশীয় বাজারে সব মিলিয়ে ৭৬,২৩০টি স্কুটার ও মোটরসাইকেল বেচেছে সুজুকি। যার মধ্যে ভারতের বাজারে বিক্রি হয়েছে ৬০,৮৯২ এবং বিদেশে রপ্তানি হয়েছে ১৫,৩৩৮টি টু-হুইলার।
সুজুকির নতুন ১২৫ সিসি স্কুটার Avenis 125 এর চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে। বিগত কয়েক মাস ধরেই এর চাহিদা চোখে পড়ার মতো। সম্প্রতি স্কুটারটির জুন ও মে মাসের বিক্রির পরিসংখ্যান আলাদাভাবে প্রকাশ হয়েছিল। সেই অনুযায়ী জুনে ৯২৮৪টি সুজুকি অ্যাভেনিস বিক্রি হয়েছে। তার আগের মাস অর্থাৎ মে-তে স্কুটারটির ৮,৯২২ ইউনিট বিক্রি করেছিল সংস্থা।
তুলনাস্বরূপ, জুনে বার্গম্যান স্ট্রিট বিক্রি হয়েছে ৮,৭৯৩টি। মে মাসের চেয়ে ৪,০৬৮ ইউনিট কম বেচাকেনা হয়েছে। অবশ্য বিক্রির নিরিখে প্রধান প্রতিদ্বন্দ্বী তথা দেশের অন্যতম সেরা ফিচারসমৃদ্ধ স্কুটার হিসাবে পরিচিত টিভিএস এনটর্কের থেকে বহু পিছিয়ে সুজুকি অ্যাভেনিস ও বার্গম্যান স্ট্রিট। জুলাইয়ে অবশ্য সুজুকি অ্যাভেনিস মডেলটির আলাদাভাবে বিক্রির পরিমাণ জানা যায়নি।
প্রসঙ্গত, জুলাইয়ের প্রথম সপ্তাহে সুজুকি ভারতের বাজারে তাদের আইকনিক বিগ বাইক Katana লঞ্চ করেছে। ইতিমধ্যে মোটরসাইকেলটির ডেলিভারিও শুরু হয়ে গিয়েছে। ভারতের বাজারে যার দাম ১৩.৬১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ফলে বোঝাই যাচ্ছে, মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়েছে এটি। ভাবলে অবাক হতে হয়, এটি হল এদেশে সংস্থার সবচেয়ে সস্তার ইনলাইন ফোর-সিলিন্ডার যুক্ত বাইক।
সবার আগে টেক ও অটোকার নিউজ পেতে ফলো করুন আমাদের Google News ও Twitter পেজ
শুভদীপ টেকগাপে অটোকার বিষয়ক লেখালিখি করে। এর আগে বিভিন্ন পোর্টালের সাথে যুক্ত থাকলেও, অটোকার নিয়ে টেকগাপে তার হাতেখড়ি। দিনকে দিন সে টেকগাপের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে।