
নিউজিল্যান্ড হারলে অনেক প্রশ্ন উঠবে, সতর্কবার্তা দিলেন শোয়েব
রবীন্দ্র জাদেজা মজা করে বলেই দিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হারলে ব্যাগ গুছিয়ে ফিরবেন তাঁরা। স্কটল্যান্ডকে উড়িয়ে নেট রানরেটে বড়সড় লাফ দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাগ্য ঝুলছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকেই। সে ম্যাচ নিউজিল্যান্ড হারলেই শুধু সুযোগ থাকবে জাদেজাদের। নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে তখন রানরেটের পরিষ্কার সমীকরণ থাকবে তাদের সামনে। তবে সাবেক পাকিস্তান ফাস্ট বোলার শোয়েব আখতার বলছেন, শেষ পর্যন্ত নিউজিল্যান্ড হারলে উঠবে ‘অনেক প্রশ্ন’।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শোয়েব বলেছেন, ভারতে এগোচ্ছে ‘মিরাকল’-এর দিকেই, ‘বিশ্বকাপ বেশ জমে উঠেছে। মনে হচ্ছে, ভারত মিরাকলের দিকে এগোচ্ছে, যেটাকে অসম্ভব মনে হচ্ছিল। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড বেশ চাপে থাকবে।’
ভারত শেষ পর্যন্ত নকআউট পর্বে যাক, এমন চান শোয়েব। তবে তাঁর এমন চাওয়ার কারণটা হলো, ‘ব্যক্তিগতভাবে আমি ভারতকে পাকিস্তানের সঙ্গে ফাইনালে দেখতে চাই। তাতে ভারতকে আরেকবার হারাতে পারবে পাকিস্তান। বিশ্বকাপটাও আরও বড় হয়ে উঠবে।’
অবশ্য পাকিস্তানিদের চাওয়াটা তাঁর মতো নয়, শোয়েব মনে করিয়ে দিয়েছেন সেটাও, ‘ভারতের ভাগ্য নিউজিল্যান্ডের হাতে। নিউজিল্যান্ড যদি হারে, তাহলে অনেক প্রশ্ন উঠবে। আমি আগেই সতর্ক করে দিচ্ছি। আমার আশঙ্কা, আরেকটা আলোচনার খোরাক হবে সেটা। বিতর্কে জড়াতে চাই না, তবে নিউজিল্যান্ডকে নিয়ে এখন পাকিস্তানের অনুভূতি তীব্র।’
নিউজিল্যান্ডের হারের কারণে ভারত সেমিফাইনালে গেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেটে পড়বে বলে নিজের ‘আশঙ্কার’ কথা জানিয়েছেন শোয়েব, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে ভালো দল। তবে খোদা না করুক, তারা যদি ভালো না খেলে হারে, সেটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমকে আটকানো যাবে না। এটাও বিবেচনায় আনতে হবে আমাদের।