
নিজে থেকেই কালার পরিবর্তন করতে পারে Tecno Camon 19 Pro Mondrian স্মার্টফোন
টেকনো তাদের কেমন ১৯ প্রো স্মার্টফোনটির প্রথম ভার্সন এ বছরের জুলাই মাসে বাজারে রিলিজ করেছিলো। স্মার্টফোনটি প্রথম এ দুটি কালারের ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে উন্মোচিত হয়। কিন্তু বর্তমানে এটি নতুন কালারের ফিচার নিয়ে আবার মার্কেটে আসতে চাচ্ছে।
এশিয়ায় টেকনো কেমন ১৯ প্রো হচ্ছে প্রথম স্মার্টফোন যেটির ব্যাক প্যানেল এ ঘন ঘন রং পরিবর্তন করতে পারে। বিংশ শতাব্দীর জনপ্রিয় আর্টিস্ট Pier Mondrian এর পেইন্টিং অনুসারে এই ডিজাইন করা হয়েছে।
কালার পরিবর্তনের জন্য polychromatic photoisomer টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। ব্যাক প্যানেলে বিভিন্ন আলোতে কালো এবং সাদা রঙের পরিবর্তন লক্ষ্য করা যায়।
ওই আর্টিস্ট যে ধারণা করেছিলেন সেটা হচ্ছে কালার এমনভাবে পরিবর্তন হবে যেন তার একটি পরিপূর্ণ অর্থ দাঁড়ায়। সূর্যের আলোর নিচে আসলে টেকনো স্মার্টফোনের পেছনের প্যানেল নীল এবং বেগুনি রং এর আভা তৈরি করে।
কোম্পানির মধ্যে ২২ ধাপে ৫০০ বার পরীক্ষা করার পরে এ সিস্টেমকে সবার সামনে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়।
টেকনো এর এ স্মার্টফোনের ডিজাইন সবথেকে নতুন এবং বাজারে সবথেকে আকর্ষণীয়। তবে বিষয়টি এরকম নয় যে হার্ডওয়ারের জায়গা থেকে কোন পরিবর্তন এসেছে।
স্মার্টফোনটির ডিসপ্লে এর সাইজ হবে ৬.৮ ইঞ্চি। এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করবে। ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে ৮ জিবি র্যাম এবং অভ্যন্তরীণ স্টোরেজ ২৫৬ জিবি ইন্সটল করা আছে।
টেকনো স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ৫ হাজার মেগাহার্জের ব্যাটারি ইনস্টল করা রয়েছে। ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং অপশন যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে শুরু থেকেই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
smartphone এর স্পেসিফিকেশন আগের মতই আছে তবে শুধু ডিজাইন এ সামান্য একটু পরিবর্তন এসেছে। স্মার্টফোনটির দাম ভারতের ২০ হাজার রুপি এবং বাংলাদেশে ২৪ হাজার টাকা।
স্মার্টফোনটির দ্বিতীয় ভার্সন সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে আমাজনে প্রি-অর্ডার করে পেতে পারেন।