
নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের ৪ দল, কে কার বিপক্ষে খেলছে?
পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হওয়ার পর এখন সেমিফাইনালের সূচি নিয়েই যা আগ্রহ। পাকিস্তান গ্রুপ সেরা হচ্ছে, সেটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ চারে কে কার বিপক্ষে খেলবে, সেটাও তো নিশ্চিত হয়ে গেছে!
আফগানিস্তানকে হারিয়ে আজ নিউজিল্যান্ডের সেমিফাইনালে জায়গা পাকা হওয়ার পরই নিশ্চিত হওয়া গিয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তান অঘটনের শিকার না হলে ইংল্যান্ডের বিপক্ষেই সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মঞ্চায়ন হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।
আইসিসির সূচি অনুযায়ী, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালটি হবে আগামী ১০ নভেম্বর। পরের দিন, ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া-পাকিস্তান। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১৪ নভেম্বর ফাইনালে লড়বে দুই সেমিফাইনালে জয়ী দুই দল।
তবে সেমিফাইনালের আগে চার দলের ফর্মের বিশ্লেষণ বলছে, পাকিস্তানই সবার চেয়ে এগিয়ে। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছে বাবর আজমের দল। বাকি তিন দলই পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটি করে।
এদিক থেকে দক্ষিণ আফ্রিকা আরেকবার নিজেদের অভাগা ভাবতে পারে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেয়েছে তারাও, কিন্তু রানরেটের হিসাবে বাদ পড়তে হয়েছে টেম্বা বাভুমার দলকে।