ন্যাটোয় যোগ দিতে ইউক্রেনকে সময়সীমা, সমালোচনা জেলেনস্কির
ইউক্রেন কবে নাগাদ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে পারবে– এ বিষয়ে নির্দিষ্ট সময় নির্ধারণ করতে রাজি নয় জোটের মিত্ররা। পশ্চিমা জোটটি বলছে, শর্তপূরণ এবং মিত্ররা সম্মতি দিলেই ন্যাটোয় যোগ দিতে পারবে দেশটি। যা সময় সাপেক্ষ। এ বিষয়ে সমালোচনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকে ন্যাটোয় যোগ দিতে মিত্রদের প্রতি বার বার অনুরোধ জানিয়ে আসছেন জেলেনস্কি। এ নিয়ে সদস্য দেশগুলো এতদিনেও সমাধানে পৌঁছাতে পারেনি।
এ অবস্থায় লিথুয়ানিয়ার রাজধানীতে মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু হয়েছে ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলন। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাটোয় ইউক্রেনের দ্রুত যোগদানের প্রয়োজনীয়তা স্বীকার করছে, কিন্তু এখনই সময় নির্ধারণ সম্ভব নয়।
জোটের পক্ষ থেকে এ ধরনের বিবৃতির কয়েক ঘণ্টা আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটোতে আমন্ত্রণ জানানো বা সদস্য করার কোনও প্রস্তুতি নেই বলে মনে হচ্ছে।
কিয়েভ বলছে, রাশিয়ার যুদ্ধ চলা অবস্থায় জোটে না নেওয়া হলেও যুদ্ধ শেষ হলে যেন দ্রুত অন্তর্ভুক্ত করা হয়।
ইউক্রেনের ধ্বংসযজ্ঞ বাখমুত শহরে ভাষণে জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটোয় যোগ দিলে সামরিক জোটটি আরও শক্তিশালী হবে। ইউক্রেনকেও নিরাপত্তা দেবে এই ন্যাটো।
ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বাখমুত থেকে ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এই জায়গাটি রুশ আক্রমণের সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধের স্থান। যার অনেকটা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পাল্টা আক্রমণে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জেলেনস্কির বাহিনী।