টেকনোলজি

পনেরো হাজার টাকার কমে OnePlus, Samsung, Redmi -র সেরা 4G, 5G ফোন দেখে নিন

আপনাদের মধ্যে যারা অতিশয় সস্তায় একটি নতুন মোবাইল কিনতে ইচ্ছুক, আমাদের এই প্রতিবেদন তাদের জন্যই! কেননা আজ আমরা ভারতীয় বাজারে উপলব্ধ এমন ৫টি সেরা স্মার্টফোনের খোঁজ দেব, যেগুলিকে ই-কমার্স সাইট Amazon -এ ৪৫% বা প্রায় ১১,২০০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে ১৫,০০০ টাকারও কমে বিক্রি করা হচ্ছে। এই দামে 4G ও 5G উভয় কানেক্টিভিটির হ্যান্ডসেট পাওয়া যাবে। এদের মধ্যে রয়েছে, Samsung Galaxy F13, OnePlus Nord N20 SE, Redmi Note 11, iQOO Z6 44W এবং সদ্য লঞ্চ হওয়ার Lava Blaze 5G। এই ফোনগুলির ডিজাইন যেমন চিত্তাকর্ষক, তেমনি গেমিংয়ের ক্ষেত্রেও সেরা প্রমাণিত হতে পারে। তাই আমাদের পরামর্শ, উক্ত অনলাইন শপিং প্ল্যাটফর্মে ফোনগুলির সাথে প্রযোজ্য ডিল লাইভ থাকতে থাকতেই আগ্রহীরা এর ফায়দা ওঠান।

Amazon -এ ১৫,০০০ টাকার কমে উপলব্ধ ৫টি সেরা স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy F13 : ১০,৬৮০ টাকা (২৯% বা ৪,৩১৯ টাকা ডিসকাউন্ট)

ডুয়েল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এটি স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর এবং এআরএম মালি জি৫২ জিপিইউ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। প্রসঙ্গত, ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে মেমরিকে প্রসারিত করার জন্য এতে র‍্যাম প্লাস ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। আর মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ফটোগ্রাফির জন্য, উক্ত মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Lava Blaze 5G : ১০,৯৯৯ টাকা (২৭% বা ৪,০০০ টাকা ডিসকাউন্ট)

লাভা ব্লেজ ৫জি ফোনে আছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা ওয়াইডভিন এল১ (Widevine L1) সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ৫জি ফোনে অতিরিক্ত ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফটো তোলার জন্য এই লাভা হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। এই রিয়ার ক্যামেরা ২কে (2k) ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে সমর্থ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে আছে একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। আর নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার বিদ্যমান।

OnePlus Nord N20 SE : ১৩,৭৯৯ টাকা (৪৫% বা ১১,১৯১ টাকা ডিসকাউন্ট)

ওয়ানপ্লাস নোর্ড এন২০ এসই ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক MT6765G হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য আলোচ্য মডেলে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির একটি লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা ৬৯ মিনিটে ডিভাইসকে ফুল চার্জ করতে সক্ষম।

Redmi Note 11 : ১৪,৪৯৯ টাকা (২৮% বা ৫,৫০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি নোট ১১ স্মার্টফোনে দেখা যাবে একটি ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য আলোচ্য ৪জি হ্যান্ডসেটে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই রেডমি মডেলে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

iQOO Z6 44W : ১৪,৪৯৯ টাকা (২৮% বা ৫,৫০০ টাকা ডিসকাউন্ট)

আইকো জেড৬ ৪৪ওয়াট বা ৪জি স্মার্টফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থিত। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। একই সাথে এই ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার লেন্স সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, উক্ত ৪জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Stream TV Pro News - Stream TV Pro World - Stream TV Pro Sports - Stream TV Pro Entertainment - Stream TV Pro Games - Stream TV Pro Real Free Instagram Followers PayPal Gift Card Generator Free Paypal Gift Cards Generator Free Discord Nitro Codes Free Fire Diamond Free Fire Diamonds Generator Clash of Clans Generator Roblox free Robux Free Robux PUBG Mobile Generator Free Robux 8 Ball Pool Brawl Stars Generator Apple Gift Card Best Android Apps, Games, Accessories, and Tips Free V Bucks Generator 2022