
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আজ পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা
২০২২ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভোর ৫:৩০ টাই মাঠে নামবে আর্জেন্টিনা-পেরু। এই মুহূর্তে নিজেদের সেরা সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। গত ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ১০ ম্যাচে ১৬ পয়েন্টস নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের ২ এ অবস্থান করছে আর্জেন্টিনা। অন্যদিকে ১১ ম্যাচে ১১ পয়েন্টস নিয়ে টেবিলের ৭ এ পেরু। বিশ্বকাপের মূল পর্বে খেলতে এই ম্যাচে জিততেই হবে পেরুকে। যদিও টেবিলের ৭ এ থাকায় পেরুর বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই ম্লান।
দুই দলের শেষ দেখায় ২-০ গোলে জয় পেয়েছিলো আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছারে আর্জেন্টাইনরা। সেই ম্যাচে নিজেদেরকে ঠিকভাবে মেলেধরতে পারেনি পেরু। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই হিমশিম খাচ্চিলো তারা। পেরুর আক্রমন ভাগের কেউই সেদিন গোলের দেখা পাইনি।
পেরুর বিপক্ষে অনবদ্দ রেকর্ড ধরে রেখেছে আর্জেন্টিনা। দুই দল মুখোমুখি হয়েছে ৫৫ বার। যেখানে আর্জেন্টিনার জয় ৩৪ টিতে। পেরু জিতেছে ৭ টি। বাকি ১৪ টি ম্যাচ ড্র। সামনের ম্যাচটি জিতে পরিসংখ্যানে পরিবর্তন আন্তে চাইবে দুই দলই।
চোটের কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন সার্জিও আগুয়েরো এবং পাওলো দিবালা। লাউতারো মার্টিনেজ উরুগুয়ের বিপক্ষে একটি গোল করে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন। এই ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চাইবেন তিনি। রেনাতো তাপিয়া, পাওলো গেরেরো এবং এডিসন ফ্লোরেস ইনজুরিতে রয়েছেন। ফলে এই ম্যাচে খেলতে পারবেননা তারা। শক্তি ও সামর্থের দিক দিয়ে আর্জেন্টিনার থেকে পেরু অনেক পিছিয়ে। তাই এই ম্যাচে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে।