
‘বছরে তিনটি করে পাক-ভারত ম্যাচ হওয়া উচিত’
আইসিসি আয়োজিত ইভেন্ট ছাড়া প্রায় ৮ বছর ধরে মাঠে পাক-ভারত দ্বিপাক্ষিক লড়াই নেই। কিন্তু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে সারাবছরই উন্মুখ হয়ে থাকেন ক্রিকেট ভক্তরা। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কারণেই ভারত বা পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব হয়ে ওঠে না। আর তাই বহুল কাঙ্ক্ষিত এই লড়াই দেখার অপেক্ষার প্রহর গুণতে হয় সমর্থকদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপপর্বেই ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখল ক্রিকেট বিশ্ব। তবে শুধু বৈশ্বিক টুর্নামেন্টের মঞ্চেই নয়, নিরপেক্ষ ভেন্যুতে প্রতি বছর তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসন।
এ প্রসঙ্গে পিটারসন বলেন, ’নিরপেক্ষ ভেন্যুতে প্রতি বছর পাঁচ দিনের ব্যবধান রেখে ভারত-পাকিস্তানের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উচিত। বিজয়ী দলের স্কোয়াডের ১৫ জনের জন্য প্রাইজমানি থাকবে ১৫ মিলিয়ন ডলার। বছরে অন্তত একটা এমন সপ্তাহ চায় ক্রিকেট সংশ্লিষ্টরা।’
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের অবনতির কথা সবারই কমবেশি জানা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব নেওয়া চেয়ারম্যান রমিজ রাজা চেষ্টা চালাচ্ছেন দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নের। এ বিষয়ে বেশ কয়েকবার তিনি আলোচনায়ও বসেছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে।