
বলিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশী অভিনেত্রী বাঁধনের
কথায় আছে, ‘সবুরে মেওয়া ফলে’। সাম্প্রতিক এই কথার উজ্জ্বল উদাহরণ যেনো অভিনেত্রী আজমেরী হক বাঁধন! নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়ে তিনি আছেন। কান মাতানো এই অভিনেত্রীর বলিউডে পদার্পন নিয়ে ক’দিন ধরেই ছিলো গুঞ্জন। অনেক কানাঘুষার পর বৃহস্পতিবার জানা গেলো, সত্যি সত্যিই বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত আজমেরী হক বাঁধন।
বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের আলোচিত সিনেমাটিতেই দেখা যাবে বাঁধনকে। যার সত্যতা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি স্থিরচিত্র প্রকাশ করে খবরটি শেয়ার করেন বিশাল। ছবিতে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।
‘খুফিয়া’ সিনেমাটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। এরআগে সিনেমাটি প্রসঙ্গে বিশাল ভরদ্বাজ বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’
তবে সিনেমার প্লট নিয়ে আগাম কিছুই বললেন না নির্মাতা। এরইমধ্যে ছবির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে দেখা যায় বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ। আছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা। তবে এই সিনেমায় বাঁধনের চরিত্র নিয়ে এখনও নির্মাতা কিংবা নেটফ্লিক্স এর পক্ষেও কিছুই খোলাসা করা হয়নি।