
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি ভারত
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যন্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলের। সেমিতে খেলতে হলে গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচ জিতলেই হবে না সেই সাথে আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচে কিউইদের হার কামনা করতে হবে টিম ইন্ডিয়াকে। এমন সমীকরণ মাথায় নিয়ে তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।
আজ বুধবার আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত-আফগানিস্তান ম্যাচটি। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে সেমিফাইনালের পথে বেশ ভালোভাবেই টিকে আছে আফগানরা। বিধ্বস্ত ভারতের বিপক্ষে জয় তুলে এবার শেষ চারের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায় আফগানিস্তান।
টানা দুই হারে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে পড়েছে ভারতের। তবে অধিনায়ক বিরাট কোহলির মতে, এখনো সব শেষ হয়ে যায়নি। শেষ চারে খেলার সুযোগ আছে তার দলের। কোহলি বলেন, ‘আমাদের আশা এখনও শেষ হয়নি। গ্রুপ পর্বে আরও অনেক ম্যাচ আছে। তবে আমাদের জয় পেতে হবে এবং এজন্য ব্যাটার ও বোলারদের জ্বলে উঠতে হবে।
আসগরের অবসরের স্মৃতিকে পেছনে ফেলে, এবার ভারতের বিপক্ষেও জয়ের ধারায় থাকায় চায় আফগানিস্তান শিবির। অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, প্রথম দুই ম্যাচ হেরে ভারত চাপে রয়েছে। ঘুড়ে দাঁড়াতে মরিয়া হয়ে আছে তারা। আমাদের সতর্ক থাকতে হবে এবং জয়ের জন্যই খেলতে হবে। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দু’বার মুখোমুখি হয়েছিলো ভারত ও আফগানিস্তান। দু’বারই বিশ্বকাপের মঞ্চে। ২০১০ ও ২০১২ সালে। আর দু’বারই জয় পেয়েছে ভারত।