
বাংলাদেশের লজ্জাজনক হারের দিনে, মাঠে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেটের দুই মহারথী!
দ্বিতীয় টেস্টে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে বাংলাদেশ দুবার ব্যাটিংয়ে নেমেও তাদের ধারেকাছে যেত পারলো না কোনওভাবে! বরং ধৈর্য পরীক্ষার খেলায় হার মেনেছে ইনিংস ও ৮ রানের ব্যবধানে। টপ অর্ডার ভালো করলে ম্যাচটি ড্র হতে পারত সহজেই। কিন্তু তাদের ব্যর্থতার কারণে হয়নি। মাঝে লিটন-মুশফিক আশা জাগিয়েছিলেন। মুশফিক-সাকিব ও সাকিব-মিরাজের জুটিও ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষটা হলো বিষাদেরই।
তবে এই দিনে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা তামিম এবং মাশরাফি। আরো উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি পাপন। বাংলাদেশ খারাপ খেললেও তারা সাপোর্ট করেন মন থেকেই। তাইতো আজ মাঠে উপস্থিত হয়ে উৎসাহ দিলেন খেলোয়াড়দের। মাশরাফির উপস্থিত তে দর্শকরা উল্লাসে ফেটে পরে। তখন ম্যাশ হাত নাড়িয়ে থামতে বলেন সবাই কে। আর তামিম ইকবালকে দেখা যাই চেয়ারে বসে আছেন।
ভিডিওটি টাইগার সোয়েব শেয়ার করে ক্যাপশনে লিখেন, বাংলাদেশ ক্রিকেটের তিনজন কে একসাথে দেখে খুব ভালো লাগলো,বাংলাদেশ ক্রিকেট এর দুই রত্ন মাশরাফি ভাই, তামিম ভাই, এবং নাজমুল হাসান পাপন স্যার। হয়তো ক্রিকেটে কোনো সু-সংবাদ আসবে ইনশাআল্লাহ।