
বাঘা বাঘা খেলোয়াড়দের পেছনে ফেলে, ক্রিকেটবিশ্বে নতুন রেকর্ড করলো সাকিব
সাকিব আল হাসান আর রেকর্ড যেন দুজনে দুজনার। বাংলাদেশের এ অসামান্য প্রতিভাবান অলরাউন্ডার অনেক আগেই ক্রিকেটের কিংবদন্তি ইমরান খান, ইয়ান বোথাম আর কপিল দেবের পাশের চেয়ারে বসেছেন। ইমরান খান আর ইয়ান ডেভিডসনের সঙ্গে একই টেস্টে ১০ উইকেট শিকারের পাশাপাশি সেঞ্চুরির দুর্লভ কৃতিত্বের অধিকারিও বাংলাদেশের সাকিব।
এবার টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৪ হাজার রান আর ২০০ উইকেট শিকারে সাকিব পিছনে ফেললেন ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবসহ সর্বকালের সেরা অলরাউন্ডারদের। সাকিবের সাফল্যের ডানায় যোগ হলো আরও একটি সোনালি পালক। ৮ ডিসেম্বর শেরে বাংলায় এ কীর্তি গড়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। ইংল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ইয়ান বোথামের চেয়ে ১০ টেস্ট কম খেলেই এ অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন সাকিব।
৪ হাজার টেস্ট রানের পাশাপাশি ২০০ উইকেট পেতে বোথামকে খেলতে হয়েছিল ৬৯ টেস্ট। আর সাকিব এ কৃতিত্ব স্পর্শ করলেন ৫৯ টেস্টে।