
খেলা
বার্সাতে খেলা হচ্ছেনা ডি মারিয়ার?
স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া মৌসুমে পিএসজিকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। এখন তার সময় পরবর্তী ক্লাব বেছে নেওয়ার। আর্জেন্টিনার এই তারকাকে দলে ভেড়াতে অনেক আগে থেকেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছিলেন ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। তবে মারিয়াকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
আর্জেন্টিনার এই তারকা রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর একটা সময় ক্লাব ছেড়েছেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ম্যানইউ এবং পিএসজিতে খেলেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমেও পিএসজিতেই ছিলেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন তাকে নতুন ক্লাব দেখতে হচ্ছে।
ছাদের উপর টিপ টিপ বর্ষা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর