
বাহারি দাড়ি-গোঁফওয়ালাদের মিলনমেলা
কেউ বলবে সখ, কেউ বলবে নেশা আবার কেউ হয়তো বলবে পাগলামি। তবে বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা খুব বেশি না হলেও কোটি কোটি মানুষের মাঝেও তাদের আলাদা করে চেনা যায়। বলছি বাহারি দাড়ি ও গোঁফওয়ালাদের কথা। জার্মানির সাউথ বাভারিয়ানে হয়ে গেল ব্যতিক্রমী এ প্রতিযোগিতা।
জানা গেছে, জার্মানিতে আয়োজিত বার্ষিক এ চ্যাম্পিয়নশিপে অংশ নেন বিভিন্ন শহরের শতাধিক মানুষ। নানান কায়দায় পাকিয়ে তোলা দাড়ি-গোঁফ নিয়ে বহু মানুষ শামিল হয়েছেন এই প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের কারও গোঁফ সূচালো, কারওটা চন্দ্রাকৃতির, কেউ আবার গোঁফ পাকিয়েছেন ঊর্ধ্বমুখী। বাহারি এমন নকশার গোঁফেরও রয়েছে বাহারি নাম। ইংলিশ, শেভরণ, ডালি, পিরামিড কিংবা হর্স স্যু আকৃতির গোঁফ সবার নজর কেড়েছে। এবারের প্রতিযোগিতায় সেরা তিন গোঁফওয়ালা নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে জার্মানির ব্ল্যাক ফরেস্ট এলাকায় প্রথম চালু হয় এই চ্যাম্পিয়নশিপ। এখন প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিকভাবে হচ্ছে এই প্রতিযোগিতা।