
বিপিএল আয়োজন করতে মরিয়া বিসিবি, এতো আগ্রহের পেছনে লুকিয়ে আছে যে কারণ!
সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে জানুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৮ম আসরের। তবে নিউজিল্যান্ড সফরে টাইগার শিবিরে করোনার হানা ও এছাড়াও ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের কারণে এই আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে পিছিয়ে যেতে পারে মাঠে গড়ানোর নির্ধারিত সময়ও।
তবে বিপিএল সময় মতো আয়োজনে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিপিএলের দুইটা ইস্যু আছে। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সঙ্গে তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয়।
কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ। কীভাবে করবো বিপিএল? কতটুক সময় পাবো? আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেয়া হবে।
তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করবো বলিনি, তবে এমন সুযোগ আছে। ৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারবো।