
বিবাহ বিচ্ছেদের পর নাগা চৈতন্যের সব ছবি ডিলিট করলেন সামান্থা
তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য এক দশকেরও বেশি সময় একসঙ্গে পথচলার ইতি ঘোষণা করেছেন সম্প্রতি। এবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে নাগা চৈতন্যের সব ছবি মুছে ফেললেন অভিনেত্রী।
সামান্থা প্রায়ই চৈতন্যের সঙ্গে তোলা নানা মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাও এই জুটির প্রতি ভালোবাসা প্রকাশ করতেন কমেন্ট বক্সে। বিচ্ছেদের পর বিয়ের ছবি সহ সেই সব ছবি ডিলিট করে দিলেন সামান্থা। প্রাক্তন স্বামী চৈতন্যের সঙ্গে তোলা ৮৫টির বেশি ছবি মুছে দিয়েছেন তিনি। তার প্রোফাইলে এখন ‘চৈতন্য-মুক্ত’।
২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ চলচ্চিত্রে অভিনয়ের সময় প্রেমে পড়েন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২০১৭ সালে বিয়ে তারা করেন। গত সেপ্টেম্বরে ছাড়াছাড়ি হয়ে যায় এই তারকা দম্পতির। বিচ্ছেদের পর ভরণপোষনের জন্য সামান্থাকে ২০০ কোটি রুপি দিতে চেয়েছিলেন নাগা ও তার পরিবার। কিন্তু সেই অর্থ ফিরিয়ে দিয়েছেন সামান্থ।
সামান্থার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে ভাঙা সামান্থার কাছে হৃদয় বিদারক ঘটনা। এই সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা এবং সাহচর্য চেয়েছিলেন সামান্থা। এজন্যই হয়তো নাগার দেওয়া অর্থ ফিরিয়ে দিয়েছেন তিনি।
২০১০ সালে একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সামান্থা ও নাগা। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের বাগদান হয়। ওই বছরই অক্টোবরে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি। তাদের বিচ্ছেদে মন ভেঙে গিয়েছে বহু ভক্তের।