
আন্তর্জাতিক
‘বিশ্বাসঘাতক’ বরখাস্ত করলেন জেলেনস্কি
ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের দুই সিনিয়র সদস্যকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাদের বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিতভাবে দেওয়া সবশেষ রাত্রিকালীন ভাষণে এবারই প্রথমবার অভ্যন্তরীণ ভিন্নমতের কথা স্বীকার করেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘আজ ভিলেনদের বিষয়ে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বাসঘাতকদের সামলানোর সময় আমার নেই, কিন্তু পর্যায়ক্রমে তারা সকলেই শাস্তি পাবে।’
বরখাস্ত হওয়া দুই ব্যক্তি হলেন অভ্যন্তরীন নিরাপত্তা প্রধান এবং সংস্থাটির খেরসন অঞ্চলের আঞ্চলিক প্রধান। তারা ইউক্রেন রক্ষার শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি করেন জেলেনস্কি।
তবে তাদের ‘বিশ্বাসঘাতকতার’ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া অন্যদের সতর্ক করেন তিনি।
সূত্র: বিবিসি