
ভারতের ড্রেসিংরুম নিয়ে কথা বলে আলোচনায় শোয়েব আখতার
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট হয়ে আসা ভারত টুর্নামেন্টের শুরুতেই ধাক্কা খেয়েছে। প্রথমে পাকিস্তান এবং পরে নিউজিল্যান্ডের সঙ্গে হেরে সেমিফাইনালে ওঠা এখন অনেকটাই অনিশ্চিত বিরাট কোহলির দলের।
এমন বাজে পারফরম্যান্সের পর ভারতের সমালোচনা হওয়াই স্বাভাবিক। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার প্রথম ম্যাচে হারের পর থেকেই ভারতের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় সরব ছিলেন। এবার ভারতের ড্রেসিংরুম নিয়ে কথা বলে নতুন করে আলোচনায় এলেন তিনি।
তাঁর কাছে মনে হয়েছে, ভারতের ড্রেসিংরুমে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, যার প্রভাব পড়ছে মাঠে, ‘আমি কেন ভারত দলে দুটি ভাগ দেখতে পাচ্ছি? বিরাট কোহলির পক্ষে আছে এক দল এবং আরেক দল কোহলির বিপক্ষে। এটা পরিষ্কার। দলটিকে দুই ভাগে বিভক্ত মনে হচ্ছে। আমি জানি না, কেন ওদের দলে এই পরিস্থিতির সৃষ্টি হলো। হয়তো অধিনায়ক হিসেবে এটা কোহলির শেষ বিশ্বকাপ হওয়ার কারণে এমনটা হয়েছে।
এই বিশ্বকাপে যে কোহলির অধিনায়কত্ব প্রত্যাশামতো হয়নি, সেটা নিয়েও কথা বলেন শোয়েব, ‘এই ব্যাপারটা ঠিক, সে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে দুর্দান্ত ক্রিকেটার এবং আমাদের উচিত ওকে সম্মান করা।’