
মন্দিরে গিয়ে বিয়ে করলেন মুসলিম দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক : সমাজে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ভারতের সিমলা জেলার একটি মন্দিরে বিয়ে করেছেন এক মুসলিম দম্পতি।
ঘটনাটি ঘটেছে রোববার হিমাচলের রামপুরে। এই খবরের সাথে অনলাইন এনডিটিভি বলছে যে বিয়েটি হয়েছিল সেই জায়গার নাম ঠাকুর সত্যনারায়ণ মন্দির। এটি বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত হয়। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন একসঙ্গে বিয়েতে অংশ নেন। মন্দিরে এক মুসলিম দম্পতির বিয়ের সাক্ষী হয়েছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী ও একজন আইনজীবী জানিয়েছেন, মন্দির চত্বরে একজন ধর্মগুরুর উপস্থিতিতে নিকাহ রেজিস্ট্রি হয়। মন্দির বিবাহের উদ্দেশ্য মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া।
এখানে উল্লেখ্য যে সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্স হল বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জেলা কার্যালয়। ঠাকুর সত্যনারায়ণ মন্দির ট্রাস্ট রামপালের সাধারণ সম্পাদক বিনয় শর্মা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে মন্দিরটি বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত হয়।
এটি আরএসএস-এর জেলা কার্যালয়ও। এই দুই সংগঠনের বিরুদ্ধে কখনও কখনও মুসলিম বিরোধী বলে অভিযুক্ত হয়।
কিন্তু এই মন্দিরেই বিয়ে করলেন এক মুসলিম দম্পতি। এটা প্রমাণ করে যে সনাতন ধর্ম সবাইকে একসাথে এগিয়ে যেতে উৎসাহিত করে।
কনের পিতা মহেন্দ্র সিং মালিক বলেন, রামপুরে সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্সে মেয়ের বিয়ে হয়েছে। শহরের জনগণ, তা তারা বিশ্ব হিন্দু পরিষদ হোক বা মন্দিরের ট্রাস্ট হোক, তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বিয়ে আয়োজনে সক্রিয় সহযোগিতা করেছে।
এর মধ্য দিয়ে রামপুরের জনগণ ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, তার মেয়ে এম. টেক বিষয়ক একজন সিভিল ইঞ্জিনিয়ার, গোল্ডমেডেলিস্ট। জামাইও একজন সিভিল ইঞ্জিনিয়ার।