আন্তর্জাতিক
মেক্সিকোয় যাত্রীবাহী বাস খাদে, ৬ ভারতীয়সহ নিহত ১৫
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন ভারতীয়। দ্রুতগামী বাসটি বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে আহত হন আরও ২১ জন। তাদের অবস্থা স্থিতিশীল।
যাত্রীবাহী বাসটি তিজুয়ানার দিকে যাচ্ছিল। ওই রাজ্যের টেপিকের বাইরে বাররাঙ্কা ব্লাঙ্কার কাছের মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে। ঘটনাস্থলে কয়েকটি জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘আমরা ২১ জনকে আহত অবস্থায় পেয়েছি। ১৫ জন মৃত ছিল।’
দমকল বাহিনীর একটি সূত্রে রয়টার্স জানিয়েছে, নিহতদের ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন। এ ঘটনায় বাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি, রয়টার্স