
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুর দেড়টায় জেলার রাণীশংকৈল উপজেলার গোগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই কিশোর নিহত
নিহতরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুলের ছেলে তিলক (১৮) ও পীরগঞ্জ উপজেলার বাশগাড়া গ্রামের জগেনের ছেলে জয় (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, জুমার নামাজের সময় পীরগঞ্জ থেকে রাণীশংকৈল আসার পথে ও রাণীশংকৈল থেকে পীরগঞ্জ যাওয়ার সময় গোগড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাৎক্ষণিকভাবে দুইজন মারা যায়। সাথে থাকা আরও দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।