
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান (২৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।নিহত তুষার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চবি ছাত্র নিহত
জানা যায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এতে ওই মোটরসাইকেল থাকা হাসানও গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত হাসানকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলে মারা যায় তুষার। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।