
মোশাররফ রুবেলের মস্তিস্কের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
জীবন যেন কঠিন এক যুদ্ধে নামিয়ে দিয়েছে মোশাররফ হোসেন রুবেলকে। তারকা এই ক্রিকেটার ব্রেইন টিউমারের কারণে অনেকদিন ধরেই অসুস্থ। টিউমার নতুন করে অসুস্থতা তৈরি করায় আবারও তাকে যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে।
রুবেলের মস্তিস্কের এবারের অস্ত্রোপচার অবশ্য সফলভাবেই সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী চৈতি ফারহানা রূপা। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ। রুবেলের অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন পোস্ট অপারেতিভ কেয়ারে রয়েছে। আগের চেয়ে ভালোভাবে সাড়া দিচ্ছে। ও যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় সেই দোয়া করবেন।’
মস্তিষ্কের মত স্পর্শকাতর স্থানে নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন। তবে আবারও টিউমার ধরা পড়লে থমকে যায় মাঠের পদচারণ।
সম্প্রতি নতুন করে টিউমার ধরা পড়ায় তার এক পাশ অবশ হয়ে গেছে। বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানেই হয়েছে এবারের অস্ত্রোপচার।
ব্রেইন টিউমার ধরা পড়ার প্রাক্বালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মত বড় মঞ্চে খেলেছেন রুবেল। এরপর চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে করতে সর্বস্বান্ত হওয়ার জোগাড়। একসময় নিজের ফ্ল্যাটও বিক্রি করতে চেয়েছিলেন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার।