
যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শুক্রবার রাতে। আটটি গ্রুপ থেকে মোট ১৬টি দল জায়গা করে নিয়েছে দ্বিতীয় রাউন্ডে। আজ নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ ষোলোর লড়াই। দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আছে ডাচরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান পুলিসিক। টাইলার অ্যাডামসের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান তিনি। তখন তার সামনে ছিলেন কেবল নেদারল্যান্ডসের গোলরক্ষক অ্যান্ড্রিস নপারট। কিন্তু পুলিসিক গোল করতে ব্যর্থ হন।
ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রাইজের পাসে দারুণ শটে গোলটি করেন মেমফিস ডিপাই। ৪৩তম মিনিটে গোলের দারুণ সুযোগ মিস করেন যুক্তরাষ্ট্রের সার্জিনো ডেস্ট। বিরতিতে যাওয়ার আগে মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ডেলি ব্লিন্ড। এই গোলটির জোগানদাতাও ডেনজেল ডামফ্রাইজ। প্রথমার্ধে ৬৩ শতাংশ সময় বল দখলে রেখেও গোলহীন যুক্তরাষ্ট্র।