
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা
মস্কোয় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনার মধ্যে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় গুরুত্বপূর্ণ অবকোঠামোয় পাল্টা আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, একটি ড্রোন শিল্প স্থাপনায় আঘাত হানে।
আঞ্চলিক প্রধান ওলেহ কিপার জানান, বুধবার একটি শস্য সংরক্ষণ গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবার কর্মীরা। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার কিছুক্ষণ আগেই ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রুশ ড্রোনগুলো দানিওব নদীর গুরুত্বপূর্ণ বন্দর ইজমাইলের দিকে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরই আঘাত হানে।
কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে গত মাসে রাশিয়া সরে যাওয়ার পর ওডেসা বন্দরে হামলা জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনের শস্য গুদামগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।
আগের দিন মঙ্গল ও রবিবার মস্কোর আকাশচুম্বী ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলায় কিয়েভকে দায়ী করলেও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি জেলেনস্কির প্রশাসন। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুদ্ধ এখন রাশিয়ার দিকে ফিরে যাচ্ছে।’