
র্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর, ধারেকাছেও নেই কোহলি
দুইয়ে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন বাবর আজম। তবে এরই মধ্যে চার ম্যাচে তিন ফিফটিতে অনবদ্য ব্যাটিং করে ৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে ফিরেছেন। আর বাবরের পুনরুত্থানে একধাপ নিচে নেমে গেছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। তবে সেরা দশে সবচেয়ে বড় চমক জস বাটলার। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে আটধাপ এগিয়ে এখন তার অবস্থান ৯ নম্বরে।
এছাড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ জায়গা করে নিয়েছেন সেরা তিনে। আগের মতোই চার এবং পাঁচে আছেন যথাক্রমে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে তিনটি অর্ধশতরান বাবরের।
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি করে ফিফটি রয়েছে ক্রিস গেইল ও কুমার সাঙ্গাকারার। কিন্তু একটি বিশ্বকাপে এই নজির গড়তে পারেননি তারা। ক্যারিবীয় অধিনায়ক হিসেবে গেইল ২০০৯ সালে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে একই আসরে দুটি এবং ২০১০ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি অর্ধশতরান করেন।
লঙ্কান অধিনায়ক হিসেবে কুমার সাঙ্গাকারাও ২০০৯ সালে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে দুটি এবং ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি অর্ধশতরান করেন।